লিভারপুলের দায়িত্ব ছেড়ে বর্তমানে অবসর সময় কাটাচ্ছেন ইয়ুর্গেন ক্লপ। আপাতত সময়টা নিজের মতো পার করেছেন এই জার্মান। এর মধ্যেই গুঞ্জন উঠেছে, ইংল্যান্ড জাতীয় দলের কোচের পদে দেখা যেতে পারে ক্লপকে। তবে এই গুঞ্জন স্রেফ উড়িয়ে দিয়েছেন ক্লপ। সাফ জানিয়ে দিয়েছেন, আপাতত কোচিংয়ে ফেরার কোনো ইচ্ছা নেই।
গত মৌসুমে লিভারপুলের দায়িত্ব থেকে সরে দাঁড়ান ক্লপ। প্রায় এক দশকের ক্যারিয়ার শেষে ‘অল রেড’দের বিদায় বলে দেন অনেক সাফল্যের নায়ক। লিভারপুলের হয়ে ক্লপের ক্যারিয়ার বেশ উজ্জ্বল। তাই ইংল্যান্ডের খালি হওয়া কোচের পদে তাকেই দেখেছিলেন অনেকে।
অ্যানফিল্ডে প্রায় এক দশকের অধ্যায়ে একটি করে চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ, এফএ কাপ, ফিফা ক্লাব বিশ্বকাপ, উয়েফা সুপার কাপ ও দুটি লিগ কাপ জয়ের স্বাদ পান ক্লপ। হয়ে ওঠেন লিভারপুলের রূপকথার পেছনের নায়ক।
এদিকে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সবশেষ আসরে ফাইনালে স্পেনের কাছে হারের পর ইংল্যান্ডের কোচের পদ থেকে সরে দাঁড়ান গ্যারেথ সাউথগেট। সেই থেকে ইংলিশ ফুটবলে এই পদটা খালি। সাউথগেটের স্থলাভিষিক্ত হওয়ার লড়াইয়ে অন্য অনেকের সঙ্গে উঠে আসছে ক্লপের নামও।
বুধবার (৩১ জুলাই) জার্মানিতে ইন্টারন্যাশনাল কোচ কংগ্রেসে ক্লপকে জিজ্ঞেস করা হয়, তার কাছে কোনো প্রস্তাব আছে কিনা। ৫৭ বছর বয়সী এই কোচ তখনই পরিষ্কার করে দেন নিজের ভাবনা। তাতে স্রেফ উড়িয়ে দিয়েছেন শিগগিরই কোচিংয়ে ফেরার আভাস।
ক্লপ বলেন, ‘কে ডাকছে তাতে কিছু যায় আসে না, পদত্যাগের বিবৃতিতে আমি বলেছিলাম যে, এক বছরের জন্য কোনো দেশ বা ক্লাবের কোচের দায়িত্ব ফিরছি না। কিছু লোক অবশ্যই সেই অংশটি মিস করেছে। পরের দিনই কেউ একজন ফোন করেছিল এবং আমি তাকে সাফ বলে দিয়েছি যে, ফেরার ব্যাপারে আমি গতকালই সব ব্যাখ্যা করেছি।’
কোচিং থেকে ক্লপের সরে দাঁড়ানোর পেছনে কারণ হিসেবে দেখানো হয়েছে শারিরীক অবসাদকে। ক্লান্তিকে দূর করতেই ফুটবল থেকে দূরে আছেন তিনি। সেটা কেটে গেলে হয়তো তাকে আবার কোচের পদে দেখা যেতে পারে। তা না হলেও ক্লপ ফুটবলের সঙ্গেই থাকছেন সেটা নিশ্চিত।